চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয়ভাবে আমাদের কিছু বিষয়ের সাথে একমত থাকতে হবে। মুক্তিযুদ্ধের উপর একমত, সংবিধানের উপর একমত, ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার উপর একমত, বাংলাদেশে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর একমত, যুদ্ধাপরাধীদের বিচারের উপরে একমত থাকতে হবে ৷ কিন্তু বাংলাদেশের দূর্ভাগ্য, কিছু রাজনৈতিক দল আছে, যারা এসব মৌলিক বিষয়ে একমত নয়। তারা এগুলো অস্বীকার করে এবং দেশে অশান্তি সৃষ্টি করে৷
সোমবার (২৮ফেব্রুয়ারি) দিনব্যাপী কুষ্টিয়ার মিরপুর উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থতলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন৷
হাসানুল হক ইনু বলেন, সুতরাং যারা বাংলাদেশে জন্ম, বাংলায় কথা বলে, কিন্তু মিমাংসিত বিষয়ে একমত না, তারা আসলে পাকিস্তানের আত্মা ৷ মুখে বাংলা, অন্তরে পাকিস্তান।
তিনি আরও বলেন, উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ৷ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আপনাদের পিছিয়ে পড়া এলাকাতেও যে পরিমান উন্নয়নের ছোঁয়া লেগেছে তা অস্বীকার করার কথা নয়৷
জাসদের এই সভাপতি বলেন, চলমান ভাষার মাস ফেব্রুয়ারী, স্বাধীনতার মাস মার্চ সমাগত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ বাঙালি জাতীর জীবনটাকে পাল্টে দিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম-সাধারন সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন প্রমুখ।
সোমবার সকালে আটিগ্রাম, দুপুরে কামিরহাট ও ফুলবাড়ীয়া মাধ্যামিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন হাসানুল হক ইনু।
0 Comments