Random Posts

ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ভাদালিয়ায় ডাম্প ট্রাকের  ধাক্কায় লিটন মুন্সি নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মুন্সি উপজেলার উজানগ্রামের বারুইপাড়া গ্রামের আলম মুন্সির ছেলে। তিনি কুষ্টিয়ার একটি কারখানায় কাজ করতেন।
জানা যায়, লিটন মুন্সি মোটরসাইকেলে করে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাদালিয়া নামক স্থানে পৌঁছালে বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাকের  ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মারা যান লিটন মুন্সি।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই খালেক বলেন, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, কুষ্টিয়ায় শুধুমাত্র বেপরোয়া গতির ডাম্প ট্রাকের  চাপায় গত দুই মাসে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।

Post a Comment

0 Comments