Random Posts

জাসদ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক স্বপন ও ইউপি চেয়ারম্যান তপনসহ ২০ জনের নামে মামলা

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগের নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক মন্ডলকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল আলীম স্বপন ও তার ছোট ভাই চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভেড়ামারা উপজেলা যুবজোটের সভাপতি আঃ হাফিজ তপনসহসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। শনিবার রাত ১১টা ১৫ মিনিটে ভেড়ামারা থানায় সিদ্দিকুর রহমান সিদ্দিক মন্ডলের চাচাতো ভাই এনামুল হক মেন্বারের দেওয়া এজাহারটি মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়। রোববার সকাল ১০টায় ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলা নং ১৮ তাং ১৯/০২/২০২২ ইং। গত শুক্রবার সকাল ৯টায় ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তাঁর আপন তিন ভাই ও এক ভাতিজাসহ ৫জন গুলিবিদ্ধ হন।
রোরবার বিকালে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল আলীম স্বপন ও তার ছোট ভাই চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভেড়ামারা উপজেলা যুবজোটের সভাপতি আঃ হাফিজ তপনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করায় বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসষ্টান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারন সম্পাদক এসএম আনছার আলী, পৌর মেয়র আনোয়ারুল কবীর টুটুল প্রমুখ।
শুক্রবার সকালে সিদ্দিকুর রহমান সিদ্দিক ও তার ভাইয়েরা একসঙ্গে বাড়ির পাশের চাঁদগ্রাম চরের মাঠে যান। সেখানে তারা নিজেদের জমিতে কাজ করছিলেন। আশপাশের জমিতেও অনেকে ছিলেন। হঠাৎ করেই অস্ত্রহাতে কয়েকজন মাঠের দিকে ছুটে আসে। তাদের বেশিরভাগের হাতে ছিল দেশীয় অস্ত্র। শুধু রনি নামের একজনের হাতে ছিল শটগান। সে সিদ্দিকুর ও তার ভাইদের লক্ষ্য করে শটগানের গুলি ছুড়তে শুরু করে। মুহূর্তেই তারা গুলিবিদ্ধ হন। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান সিদ্দিকুর রহমান। তিনি ভেড়ামারার চাঁদগ্রাম ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গুলিবিদ্ধ সিদ্দিকুরের তিন ভাই হাসপাতালে ভর্তি রয়েছেন। অস্ত্রধারী রনিকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, রনির বাড়িও চাঁদগ্রামে। তার বাবার নাম নজরুল ইসলাম। সে এক সময় দেশের বাইরে থাকলেও বছর খানেক আগে ফিরে আসে। তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। রনির চাচাতো ভাই রকিবুলকে কয়েকদিন আগে সিদ্দিকুর রহমানের এক ভাই শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, ২০ জনের নামসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা হয়েছে। তবে কোনো গ্রেপ্তার নেই, অভিযান চলছে। আসামিরা পালিয়ে গেছেন। এ জন্য একটু সময় লাগছে বলে দাবি করেন তিনি। মামলার প্রধান আসামি হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম। ২ নম্বর আসামি তাঁরই ছোট ভাই ভেড়ামারা উপজেলা যুবজোটের সভাপতি ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাফিজ তপন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ছাড়া প্রযুক্তিরও সহায়তা নেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে শিগগিরই কয়েকজনকে ধরা সম্ভব হবে।
শনিবার বেলা সাড়ে তিনটার দিকে থানায় এজাহার জমা দিয়েছেন চাঁদগ্রাম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এনামুল হক মণ্ডল। তিনি বলেন, আমার ভাইকে জাসদের সন্ত্রাসীরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। স্বপন, তপনসহ সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে সন্ত্রাসীরা অস্ত্র-গুলি কোথায় পেল, সেটা খুঁজে বের করতে হবে।’
এদিকে দলীয় নেতা-কর্মীদের আসামি করার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাসদ। ভেড়ামারা উপজেলা জাসদের সাধারন সম্পাদক এসএম আনছার আলী বলেন, একটা বংশগত দ্বন্দ্বকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। রাজনীতি জড়িয়ে নোংরামি করা হচ্ছে। এটা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। রোববার বিকালে ভেড়ামারা শহওে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সমাবেশ অনুষ্ঠিত হয়।

Post a Comment

0 Comments