ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ভেড়ামারা চাদঁগ্রাম ইউনিয়নের চড়পাড়ায় মাঠে ঘাসকাট ছিলো সিদ্দিক মন্ডল। এসময় হঠাৎ করে দুর্বৃত্তরা এসে সিদ্দিক মন্ডলসহ ৬জনকে এলোপাথারী গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক সিদ্দিক মন্ডলকে মৃত ঘোষনা করেন। আহতরা হলো চাঁদগ্রামের ওমর মন্ডলের ছেলে ইউনুছ মন্ডল (৪৬), খাল্লেক মন্ডল (৪৪) ও বাদশা মন্ডল (৪৪) সহ ৫জন আহতদের ভেড়ামারা ও কুষ্টিয়া জেনালেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওসি আরো জানান, ধারনা করা হচ্ছে পুর্বশত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘাতকদের ধরতে পুলিশি অভিযান চলছে। নিহত সিদ্দিকের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবার বড় রকম সংঘর্ষের আশংকা রয়েছে।
0 Comments