চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারার স্থানীয় বাসষ্টান্ডে সোমাবার বিকালে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক মন্ডলের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবশে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চুনু। বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, কোষ্যাদক্ষ্য জাকির হোসেন বুলবুল, পৌর সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সাধারন সম্পাদক নজরুল ইসলাম নজু, বুলবুল কবির, শনিফুজ্জামান নবাব, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সাধারন সম্পাদক মানিক মিয়া প্রমুখ।
আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বলেন, চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক মন্ডলের হত্যাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। ‘আইন প্রয়োগকারী সংস্থাকে আহ্বান করছি, যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হয়, তবে দ্ব্যর্থহীনভাবে বলছি, অবশ্যই আওয়ামী লীগ এমন কঠোর কর্মসূচি দেবে, তখন প্রশাসন আমাদের দায়ী করতে পারবে না। নিহত সিদ্দিকের পরিবার যাদের নাম বলেছে, দায়ী করছে, তাদের প্রত্যেককে ধরতে হবে। যদি না করেন, তাহলে যে দলমতের হোক, সন্ত্রাসীদের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যবস্থা নেবে। আপনারা অন্য কোনো খেলা খেলবেন না। বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকব। অনেক হয়েছে আর নয়।
উল্লেখ্য, কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান সিাদ্দক মন্ডলকে প্রক্যাশে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আরও ৩ ভাইসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাঁদের কে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে চাঁদগ্রাম চরপাড়া মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান সিদ্দিক মন্ডল চাঁদগ্রামের ওমর আলী মন্ডলের ছেলে। গুলিবিদ্ধরা হলেন, চাঁদগ্রামের নিহতের ভাই ও ওমর মন্ডলের ছেলে আনিসুজ্জামান ইউনুস মন্ডল (৪৮), আব্দুল খাল্লেক (৪৪), বাদশা মন্ডল (৪৪) এবং ওই গ্রামের আবু সাঈদের ছেলে আবু বক্কার কুব্বাত (৩৬) সহ ৫জন। এর মধ্যে আহত কুব্বাতের পায়ের রগ কেটে যাওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। র্দীঘ দিন ধরে মন্ডল ও মালিথা বংশেল মধ্যে পূর্ব শত্রুতা চলে আসছিলো । এরই জের ধরে সিদ্দিকুর রহমান সিদ্দিক মন্ডলকে গুলি করে হত্যা করেছে।
0 Comments