Random Posts

ভেড়ামারা কলেজ সরকারিকরণ হওয়ায় দোয়া ও মিষ্টি মুখ

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা কলেজকে সরকারিকরণের জিও জারি হওয়ায় সোমবার সকাল ১১.৩০টার সময় কলেজ হলরুমে এক দোয়া ও মিষ্টি মুখ এর আয়োজন করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, বাংলাদেশ সরকারের সাবেক সংস্থাপন মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম আনিচ এবং তাঁর সহধর্মীনি হাবিবা আলম, কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মাহাবুব উল আলম হানিফসহ যারা এই কলেজ সরকারিকরণ প্রক্রিয়ার সাথে জড়িত তাদের সকলের জন্য দোয়ার আয়োজন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ গর্ভনিং বডির সদস্য ও উপজেলা  চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উল্লাহ ও কলেজ গর্ভনিং বডির সাবেক সদস্য আবু দাউদ, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। দোয়ঢা পরিচালনা করেন মওলানা রফিকুল ইসলাম।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পর দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে আজ ৩০শে জানুয়ারি রোববার বিকালে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব (বেসরকারি কলেজ-৬) ড. ফরহাদ হোসেন স্বাক্ষরিত (স্মারক নম্বরঃ ৩৭.০০.০০০০.০৭০.৭৪.০০১.২০.৪৬) সরকারি কলেজ শিক্ষক ও কর্মচারি আত্তীকরণ বিধিমালা-২০১৮’র আলোকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাধীন 'ভেড়ামারা কলেজ' কে গত ২৬শে জানুয়ারি থেকে সরকারিকরণের প্রজ্ঞাপন জারি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত ও প্রাচীন বিদ্যাপীঠ হিসেবে বিবেচিত ভেড়ামারা কলেজ সরকারিকরণ হওয়ায় ভেড়ামারার সর্বস্তরের জনসাধারন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । কুষ্টিয়া জেলার ভেড়ামারা কলেজটি ১৯৬৫ সালে এ এলাকার কিছু উদ্দোগী ব্যাক্তির রোপিত ফসল। সৃষ্টির শুরু থেকেই বহু জ্ঞানী আর গুণীর চাষে আজকের আলোকিত, উদ্ভাসিত, বিকশিত পরিশুদ্ধ, পরিপাটি আদর্শ বিদ্যানিকেতনের যোগ্য বিদ্যাপীঠ হিসেবে পরিচিত লাভ করেছে। একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে ভেড়ামারা কলেজ দেশের সেরা কলেজগুলির মধ্যে অন্যতম হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে আগামীতে, সে শুভকামনা প্রত্যাশা।

Post a Comment

0 Comments