চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের, ১২দাগ এলাকার সজীব ইসলাম কিডনি রোগে আক্রান্ত। বর্তমানে তার দুইটা কিডনি নষ্ট। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন জরুরি ভিত্তিতে তার শরীরে কিডনি প্রতিস্থাপন করতে হবে। অন্যথায়, তার জীবননাশের আশংকা রয়েছে। তার চিকিৎসার জন্য আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকার প্রয়োজন। ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের, ১২দাগ এলাকার দিনমজুর বাদল আলী ও সাজেদা বেগমের ছেলে সজীব। হতদরিদ্র পরিবারের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা করা অসম্ভব । অসহায় পরিবার সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে আর্থিক সাহায্য এবং দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। সজীব ফিরে পেতে চাই একটি নতুন জীবন।
যোগাযোগঃ ০১৭৩৯৬২৯৬৪৬ (রোকন), আর্থিক সাহায্য পাঠাতে ০১৭৩৯৬২৯৬৪৬ (বিকাশ, নগদ), ০১৭৩৯৬২৯৬৪৬২ (রকেট), মোঃ সজীব ইসলাম ডাচ-বাংলা ব্যাংক হিসাব নং-৭০১৭৩২২২৯৮৭৩২। সাহায্য পঠানোর পর অবশ্যই ফোন করে নিশ্চিত হবার হওয়ার আহবান।
0 Comments