Random Posts

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান (২১) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে।
বুধবার রাতে ভেড়ামারা উপজেলায়র লালন শাহ সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান ভেড়ামারা উপজেলার গোলাপনগর মহারাজপুর এলাকার মো. হাসান বিশ্বাসের ছেলে এবং আহত মো. মমিন হোসেন (৪৫) গোলাপনগর এলাকার মো. ফজলুল হকের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান জানান, বুধবার রাত আটটার দিকে ভেড়ামারার লালন শাহ সেতু এলাকায় শাহজালাল পরিবহন (ঢাকা মেট্রো ট -২৪-০০৩০) গাড়িটি একটি মোটরসাইকেল এর পিছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুইজন যুবক রাস্তায় ছিটকে পড়েন।
এসময় তাদেরকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক হাফিজুর রহমান কে মৃত ঘোষণা করেন। 

Post a Comment

0 Comments