Random Posts

আসলাম উদ্দীন শিক্ষায় বিশেষ অবদানে গোল্ড মেডেল পেলেন

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল ২০২২ পেলেন কুষ্টিয়ার ভেড়ামারা বিজেএম ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: আসলাম উদ্দীন। গত ১৪-১-২২ তারিখ শুক্রবার ইনিস্টিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ভাগ্নি বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ পদক প্রদান করা হয়। এ সংস্থাটি স্বাধীনতার স্বপ্নপূরণে কাজ করে থাকে। পদক প্রদান অনুষ্ঠানে মাননীয় সাবেক প্রধান বিচারপতি এম তোফাজ্জল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করেন। সভাপতিত্ব করেন বিচারপতি হাসমত আলী। অধ্যক্ষ আসলাম উদ্দীন দীর্ঘ ২৮ বছর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে অধ্যক্ষের দায়িত্ব পালন শেষে গত ০৩-০৭-২০২১ তারিখে অবসর গ্রহণ করেন। তিনি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একাধারে পাঁচবার উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ ও বর্তমানে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে অবসর নেন। এর বাইরে তিনি বিভিন্ন সময় তাঁর কাজের স্বীকৃতি স্বরুপ ওসমানী পদক, শেরে বাংলা একে ফজলুল হক গোল্ড মেডেল ও হিউম্যান রাইটস্ শাইনিং পার্সেনালিটি এ্যাওয়ার্ড পান। তিনি  একজন নিয়মিত কলাম লেখক। তার লেখা বিভিন্ন সময় স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয় । এ পর্যন্ত তার দুইটি সৃজনশীল লেখা বই অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয়।  তার পেশাগত দক্ষতা বৃদ্ধির  জন্য তিনি নায়েম, বিয়াম ও এইচ,এস,টি,টি,আই খুলনা একাধিকবার প্রশিক্ষণ গ্রহণ করেন। নম্র, ভদ্র, বিনয়ী এ মানুষটি ১৯৬১ সালের ৪ জুলাই কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোসাইপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। আসলাম উদ্দীন মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া শুরু করে ১৯৮৭ সালে রাজশাহী বিশ^বিদ্যালয় হতে ইতিহাসে এম.এ করেন। তার পিতার নাম রফিকুল ইসলাম ও মাতার নাম হালিমা খাতুন। একমাত্র ছেলে আলতামাস আসলাম আইনের উপর অনার্স ডিগ্রি নিয়ে শিক্ষানবীস উকিল হিসেবে কোর্টে কাজ করছে। একমাত্র মেয়ে নীশাদ আনিকা আসলাম এইচ.এস.সি পরীক্ষার্থী। তার স্ত্রী মিসেস আকলিমা আসলাম তিনিও রাজশাহী বিশ^বিদ্যালয় হতে এম.এ ডিগ্রি নিয়ে বাহাদুরপুর মাধ্যমিক বালিকা  বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। আসলাম উদ্দীন সকলের দোয়াপ্রার্থী।   
 

Post a Comment

0 Comments