Header Ads

ভেড়ামারায় দেড় বছরের শিশু পানিতে ডুবে করুণ মৃত্যু

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের গাছিয়া দৌলতপুর এলাকার রনি মিয়ার দেড় বছরের শিশু পূত্র ইয়ামিন এর পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, জুনিয়াদহ এলাকায় মায়ের সাথে ইয়ামিন নানীর বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকাল থেকে হটাৎ সে নিখোঁজ হলে তাকে খোজাখুজির এক পর্ষায়ে বেলা ১০টার সময় শিশু ইয়ামিন কে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে থাকতে দেখে। স্থানীয় ও পরিবারের লোকজন  সেখান থেকে উদ্ধার করে রাজশাহী নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। শিশু ইয়ামিনের মৃত্যু খবরে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।
 

No comments

Powered by Blogger.