মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাড়াশি অভিযানে ৭ শত পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর বেলাল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার জেলার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের কোদালিয়া পাড়ায় মাদক ব্যবসায়ী ইব্রাহিমের বাড়িতে অভিযান চালায়। এসময় ইব্রাহিম (৩৮) নামে একজনকে ৭ শত পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় । সে উপজেলার মৃত মল্লিক চাঁদের এর ছেলে।
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর বেলাল হোসেন জানান, উদ্ধারকৃত অবৈধ টাপেন্টা ট্যাবলেট এর বাজার মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা প্রায়। গ্রেফতারকৃত ব্যক্তি মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভেড়ামারা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে মামলা নং- ১০ তারিখ- ১৮/১/২০২২।
0 Comments