Random Posts

কুমারখালীতে দুই দিনে ১৩ ইট ভাটায় ২০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

মোশারফ হোসেন কুমারখালী ॥ কুষ্টিয়ার কুমারখালীতে  দুই দিনের ১৩ টি অবৈধ ইটের ভাটার অভিযান চালায় জেলায় পরিবেশ অধিদদপ্তর। এই দুই দিনে ২০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরসাদিপুর ইউনিয়নে অভিযান চালানো হয়।
 অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়ায় অবৈধভাবে ভাটা পরিচালানার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে ৬ টি ভাটা মালিককে ১১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৫টি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ইনফোর্স ম্যান শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা পারভিন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের  উপ পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক কমল কুমার বর্মণ, কর্মকর্তা-কর্মচারীগণ, র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
এবিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আতাউর রহমান  বলেন, ' ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ (সংশোধনী ২০১৮) অনুযায়ী ৬ ভাটা মালিককে ১১ লক্ষ টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এছাড়াও ৫ টি ভাটা গুড়িয়ে দেওয়া হয়।

Post a Comment

0 Comments