চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভেড়ামারা কলেজ জাতীয়করণের সরকারি ঘোষণার পর থেকেই অত্র কলেজে পরিচালনা পর্ষদের নিবিড় তদারকিতে কলেজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যন্ত নিরলসভাবে সরকারীকরণ জনিত যাবতীয় কার্যাবলী সম্পন্ন করে চলেছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে ভেড়ামারা কলেজের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি মাননীয় শিক্ষা সচিব মহোদয়ের অনুকূলে হস্তান্তর করা হয়েছে। ভেড়ামারা উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসারের দপ্তরে ভেড়ামারা কলেজের সকল স্থাবর সম্পত্তি রেজিষ্ট্রির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা কলেজের পরিচালনা পর্ষদের সদস্য. উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ খলিল উল্লাহ, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, প্রভাষক শফিকুল ইসলাম শফিসহ কলেজের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং সকল শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
0 Comments