মোশারফ হোসেন কুমারখালী ্॥ শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়া কুমারখালীতে কবিতা উৎসব অনুষ্ঠিত । শনিবার দিনব্যাপী কবিতা উৎসবকে ঘিরে কুমারখালী কবিতা পরিষদের আয়োজনে পৌর শিশু পার্ক বিনোদন কেন্দ্রে দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক আগত কবি-সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়।
কবি সৈয়দ আবদুস সাদিকের সভাপতিত্বে কবিতা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, পৌর মেয়র সামসুজ্জামান অরুণ, থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, মহিলা পরিষদ সভাপতি মমতার বেগম প্রমুখ। কবি লিটন আব্বাসের এর সঞ্চালনায়। কবিতা উৎসব অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব কবি কাজী আখতার, দৈনিক বাংলাদেশ বার্তা সম্পাদক কবি আবদুল রশিদ চৌধুরী, গবেষক ও নাট্যকার লালিম হক, কবি শেখ রবিউল হক, কবি লে, কর্ণেল আসম শমসের, সাবেক সচিব কবি আলকামা সিদ্দিকি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অধ্যাপক কবি ভ্রামণিক কামরুল হাসান। জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে কবিতা উৎসবের আয়োজন শুরু করা হয়। কবিতা উৎসবে সাংস্কৃতি তীর্থভূমি কুষ্টিয়াকে নিয়ে বিন্দু আবৃতি রবির শহরে কবি লিটন আব্বাস রচনা পাঠ করেন । কবিতা উৎসব পরিষদের প্রধান অনুষ্ঠানের কবিতা আবৃত্তি করেন উপজেলার বিভিন্ন কবি-সাহিত্যিকরা।
সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে এক আনন্দ উৎসবে আন্দোলিত হয়ে ওঠে কবিতা উৎসব । কবিতা, গান, গল্প আর আড্ডায় বয়ে নিয়ে এসেছির এক নান্দনিক পরিবেশ। কবিতা পাঠ, আবৃতি আর সঙ্গীতের ফাঁকে ফাঁকে খাবার পরিবেশনার মাধ্যমে দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত চলে কবিতা উৎসবের প্রথম দিনের দিনের আয়োজন।
0 Comments