জাহাঙ্গীর হোসেন জুয়েল ॥ আজ বৃহস্পতিবার ১১ই নভেম্বর’২১ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সারা দেশের ন্যায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে। ৬টি ইউনিয়নে ২৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থী, ভোটার ও এলাকা বাসীর দাবী সুষ্ঠ ও শান্তি পূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হওয়া। ভেড়ামারা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টি ইউনিয়নে জাসদের মনোনয়ন নিয়ে মশাল নিয়ে বিজয় ছিনিয়ে আনতে লড়াই করছেন ৬জন প্রার্থী।
ভেড়ামারা উপজেলার ৬ ইউনিয়নে জাসদ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী মশাল প্রর্তীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের বর্তমার চেয়ারম্যান ও চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি, দলীয় (মশাল মার্কা) প্রার্থী, আব্দুল হাফিজ তপন (চাঁদগ্রাম)।
বাহাদুরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউনিয়ন জাসদের সভাপতি, দলীয় (মশাল মার্কা) প্রার্থী, আশিকুর রহমান ছবি (বাহাদুরপুর)।
মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন জাসদের সহ-সভাপতি দলীয় (মশাল মার্কা) প্রার্থী বেনজির আহমেদ বেনু (মোকারিমপুর)।
ধরমপুর ইউনিয়ন জাসদের সভাপতি দলীয় (মশাল মার্কা) প্রার্থী, আইয়ুব আলী (ধরমপুর)।
বাহিরচর ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক দলীয় (মশাল মার্কা) প্রার্থী আবু হাসান আবু (বাহিরচর)।
জাসদের অন্যতম নেতা দলীয় (মশাল মার্কা) প্রার্থী শাহজাহান আলী (জুনিয়াদহ)।
0 Comments