জাহাঙ্গীর হোসেন জুয়েল ॥ বৃহস্পতিবার ১১ই নভেম্বর’২১ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সারা দেশের ন্যায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়নে ছোট-খাটো সংঘর্ষের মধ্যে দিয়ে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন সপন্ন হয়েছে। ৬টি ইউনিয়নে ২৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাহিরচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা মার্কা) প্রার্থী, বর্তমান চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা বেগমের প্রাপ্ত ৮১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ভেড়ামারার বাহিরচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা মার্কা) প্রার্থী, বর্তমান চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা বেগমের প্রাপ্ত ৮১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাসদের সাধারন সম্পাদক দলীয় (মশাল মার্কা) প্রার্থী আবু হাসান আবু’র প্রাপ্ত ভোট ৫৮৬১। চেয়ারম্যান প্রার্থী, বাহিরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, স্বতন্ত্র (আনারস মার্কা) প্রার্থী সাইফুল ইসলাম রোকন প্রাপ্ত ভোট ১৯৪৭।
0 Comments