জাহাঙ্গীর হোসেন জুয়েল ॥ বৃহস্পতিবার ১১ই নভেম্বর’২১ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সারা দেশের ন্যায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়নে ছোট-খাটো সংঘর্ষের মধ্যে দিয়ে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন সপন্ন হয়েছে। ৬টি ইউনিয়নে ২৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোকারিমপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা মার্কা) প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদের প্রাপ্ত ৭৭৫৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা মার্কা) প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদের প্রাপ্ত ৭৭৫৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান প্রার্থী, সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন জাসদের সহ-সভাপতি দলীয় (মশাল মার্কা) প্রার্থী বেনজির আহমেদ বেনু’র প্রাপ্ত ভোট ৬৭৪৫। চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা, স্বতন্ত্র (আনারস মার্কা) প্রার্থী এ্যাডঃ বুলবুল আবু সাইদ শামীমের প্রাপ্ত ভোট ৭৩৬৪।
0 Comments