জাহাঙ্গীর হোসেন জুয়েল ॥ বৃহস্পতিবার ১১ই নভেম্বর’২১ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সারা দেশের ন্যায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়নে ছোট-খাটো সংঘর্ষের মধ্যে দিয়ে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন সপন্ন হয়েছে। ৬টি ইউনিয়নে ২৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভেড়ামারার জুনিয়াদহ ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক, স্বতন্ত্র (আনারস মার্কা) প্রার্থী হাসানুজ্জামান হাসানের প্রাপ্ত ৯৬৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ভেড়ামারার জুনিয়াদহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক, স্বতন্ত্র (আনারস মার্কা) প্রার্থী হাসানুজ্জামান হাসানের প্রাপ্ত ৯৬৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের দলীয় (নৌকা মার্কা) প্রার্থী, বর্তমান চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ শওকত এর প্রাপ্ত ভোট ৬২৭৯ । জাসদের অন্যতম নেতা দলীয় (মশাল মার্কা) প্রার্থী শাহজাহান আলী প্রাপ্ত ভোট ৪৯৮৪।
0 Comments