Random Posts

দৌলতপুরে পাখি ভ্যানে চাপায় শিশু নিহত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পাখি ভ্যানে চাপায় ফাতেমা নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু ফাতেমা দৌলতপুর খানপাড়া এলাকার পুলিশ সদস্য আসাদুল হকের মেয়ে।
দৌলতপুর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, সোমবার বেলা ১১টার দিকে শিশু ফাতেমা নিজ বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি পাখিভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হওয়া তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আজ চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Post a Comment

0 Comments