চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ ভারতের হায়দ্রাবাদে সম্প্রতি ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে এক বিশাল সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনার আয়োজন করেন ইলেকট্রো হোমিওপ্যাথি ফাউন্ডেশন ইন্ডিয়া। এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন Minister Janab Mohammed Mahmood Ali Honorable Home Minister Telangana এছাড়া ফাউন্ডেশনের সভাপতি পারমিনদর পানডে, মহম্মদ হুসেন, ভারতের সমস্ত ফাউন্ডেশনের সদস্য এবং ডাক্তার বৃন্দ আমাদের পশ্চিম বাংলার ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার জয়ন্ত কুমার চৌধুরী, সুকুর আলি, সুরজিৎ পাল,অলোক মাঝি, Debarpan Chowdhury, আরো অনেকে। মাননীয় মন্ত্রী বলেন এই প্যাথি যাহাতে ওনার রাজ্যে মানত্যা পাই তার জন্য উনি অবশ্যই চেষ্টা করে যাবেন। এই সেমিনারে প্রায় সারা ভারতের সমস্ত রাজ্য থেকে ৪০০ ডাক্তার বৃন্দ উপস্থিত ছিলেন।এই ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসা ভারতের ডা: জয়ন্ত কুমার চৌধুরী আমদের বাংলাদেশ ও প্রসারের জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমাদের বাংলাদেশে কয়েকটি সেমিনারে জয়ন্ত কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।
0 Comments