চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা জাতীয় পাটির উদ্যোগে আজ কুঠিবাজারস্থ নিজস্ব অফিসে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জাতীয় পাটি’র ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুজাউদ্দিন। বক্তব্য রাখেন, জাতীয় পাটির ভেড়ামারা উপজেলা শাখার সহ-সভাপতি নিজাম উদ্দিন বিশ্বাস, যুগ্ন সম্পাদক রাহাতুল ইসলাম ঝন্টু, সহ-সভাপতি মীর এনামুল হক, পৌর সভাপতি জিএম রেজাউল করিম, রুহুল ইসলাম, জয়নাল, যুব সংহতির নেতা কোমল দেবনাথ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, জাতীয় পাটির ভেড়ামারা উপজেলা সাধারন সম্পাদক আনিছুর রহমান। সভার শুরুতে জাতীয় পাটির মহা সচিব জিয়া উদ্দিন বাবলু ও ডাঃ এ কে এম কাওছার হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও রুহের মাগফেরাত কামনা করেন।
বক্তারা বলেন, জাতীয় পাটির বহিস্কৃত নেতা আহসান হাবীব লিংকন জাতীয় পাটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে বিবৃতি প্রদান করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। আহসান হাবীব লিংকন জাতীয় পাটির নাম ভাঙ্গিয়ে ও জাতীয় পাটির লগো ব্যবহার করে প্রতারণা চালিয়ে যাচ্ছে। এহেন কার্যকলাপ থেকে বিরত থাকার আহবান জানান।
0 Comments