চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ আগামী ১১ই নভেম্বর’২১ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউপি নির্বাচনে জাসদের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আশিকুর রহমান ছবি মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন জমাদানের শেষ দিন রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তাদের নিকট এ মনোনয়ন পত্র দাখিল করেন।
জাসদ মনোনীত বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও প্রার্থী আশিকুর রহমান ছবি ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটানিং অফিসার শায়খুল ইসলামের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অশিত কুমার সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু প্রমুখ।
0 Comments