চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ দুর্বৃত্তের হাতে নির্মমভাবে নিহত বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের দাদিমা কুষ্টিয়ার কুমারখালি রায়ডাঙ্গায় নিজ বাড়িতে হাজেরা খাতুন (৭০) শুক্রবার সকাল আনুমানিক ৯ টার দিকে মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিঊন)।
আবরার ফাহাদের দাদা আব্দুল গফুর (৯০) ও দাদিমা হাজেরা খাতুন (৭০) চেয়েছিলেন নির্মম এই আবরার হত্যার বিচার দেখে মরতে। সুবিচারে ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে মরতে পারলে তাঁদের আত্মা শান্তি পাবে বলে বিভিন্ন গণমাধ্যম ও প্রশাসনকে জানিয়েছিলেন তাঁর (আবরারের) দাদা-দাদি। অনিবার্য মৃত্যু তাঁর দাদিমাকে না ফেরার দেশে নিয়ে গেেেলা সুবিচারকার্য না দেখিয়েই।
আবরারের পারিবারিক সূত্রে জানা যায়,আবরারের দাদিমা মারা গেছেন।বড়ো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আবরারের বিচার না দেখেই চলে যেতে হলো তাঁকে। জানিনা,দাদাও এই বিচারকার্য দেখে যেতে পারবেন কি-না!
0 Comments