চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের ওপর হামলায় ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চলাকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মন্টু বলেন, নির্বাচনী প্রচারণা চলাকালে শুক্রবার রাতে ইউনিয়নের একতারপুর গ্রামে নৌকা সমর্থকরা মোটরসাইকেল নিয়ে প্রচারণায় যাচ্ছিলেন। তারা একতারপুর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে জাসদ সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।
হামলায় আওয়ামী লীগ কর্মী ওমর ফারুক, চঞ্চল আহমেদ, রানা আলী, সুজাত আলী, মিলন হোসেন, তাহাজ্জত আলী, ছলিম মণ্ডল, মারুফ হোসেন, নাসির উদ্দিন, রকি, জিএম গুরুতর আহত হন। এদের মধ্যে ওমর ফারুক ও চঞ্চল আহমেদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
0 Comments