চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারার বাহিরচর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী শফিকুল ইসলাম শফি হাজী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে পারেন বলে স্থানীয় বিভিন্নসূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য, শফি হাজী আসন্ন নির্বাচনে জাসদ দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হলেও জাসদ আবু হাসান আবুকে দলীয় মনোনয়ন দিলে শফি হাজী স্বতন্ত্র চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করে এলাকাব্যাপী গণসংযোগ চালিয়ে যেতে থাকে। রোববার বিকেলে জাসদ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আবু হাসান আবু নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুরে মোটরসাইকেল শো-ডাউন করার কর্মসূচি ঘোষণা করলে শফি হাজী জাসদ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আবু হাসান আবু'র প্রতি সমর্থনব্যক্ত করে নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে আবু’র মোটরসাইকেল শো-ডাউনে অংশগ্রহণ করেন।
0 Comments