স্থানীয় সূত্র জানায়, দৌলতপুর উপজেলার গার্লস কলেজ মোড়ের একটি বাসার ভাড়াটিয়া সুমন আলীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন মনিরুজ্জামান। সুমন বাড়ি না থাকায় তার স্ত্রীর সঙ্গে দেখা করতে যান তিনি। কিন্তু হঠাৎ বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে তাকে দেখে ফেলেন সুমন। এ সময় দৌড়ে পালাতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন মনিরুজ্জামান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দৌলতপুর থানার উপ-পরিদর্শক অরুণ কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জের ধরে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মনিরুজ্জামান মারা গেছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
0 Comments