কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়া কুমারখালীতে বাজার মনিটারিং টিমের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমারখালী স্টেশন বাজার, থানামোড়, পৌরবাজার, গণমোড়, হলবাজার, শেরকান্দি এলকায় অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ অনুযায়ী চার প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
যৌথভাবে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল ও সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম।
এসময় জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইয়াসিন আরাফাত, পৌর তহবাজারের সভাপতি নজরুল ইসলাম, পৌরবাজারের সাধারণ সম্পাদক কে আলম টমেসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
অভিযান সুত্রে জানা গেছে, অনুমোদন বিহীন ফ্যাক্টারীর পরিচালনা করায় শেরকান্দি এলাকার সোহেল আইসক্রীমকে ২০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় পৌর তহবাজারে আমিরুল স্টোরের বাবুকে ৪ হাজার ও মুদি দোকানী হিরো সেখকে এক হাজার ৫০০ জরিমানা করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনা করায় গণমোড় এলাকার কুন্ডু হোটেলের মালিক অদৈত্য কুন্ডুকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, ' নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখার জন্য নিয়মিত বাজার মনিটারিং অভিযান চলছে। আজ অভিযানে চার প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
0 Comments