Random Posts

ভেড়ামারায় হাট-24উদ্যোক্তা উদ্যোগে মিট আপ অনুষ্ঠিত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা সাথী ফুড  পার্কে শনিবার দিনব্যাপী  হাট-24 উদ্যোক্তা উদ্যোগে মিট আপ এর অনুষ্ঠানের আয়োজন করেন।
হাট-24 উদ্যোক্তা উদ্যোগে মিট আপ এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওয়ারেক্কা বিনতে ওয়ালি। বক্তব্য রাখেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা সরকারি কলেজের প্রভাষক আনিছুর রহমান. এনামুল কবীর, আফজাল কবীর আতা, রানা মন্ডল, নিলুফা ইয়ামিন প্রমুখ। হাট-২৪ উদ্যোক্তা উদ্যোগে মিট আপ এর অনুষ্ঠানে ৩৫ জন উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments