চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ একমুখে সরকার পতনের হুমকি অন্যমুখে আপোষহীন নেত্রীর মুক্তি করুনা ভিক্ষা এটাই বিএনপির রাজনীতির দেউলীয়াপনা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।
তিনি আরো বলেন, সরকার পতনের হুমকি-ধামকির আড়ালে আসলে আপোষহীন নেত্রীর করুনা ভিক্ষার দরকষাকষি চলছে।
বিএনপির উদ্দেশ্যে হাসানুল হক ইনু বলেন, সরকার পতনের তালবানি হুমকি-ধামকি দিয়ে কোন লাভ নাই। শেখ হাসিনার সরকার উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে।
বৃহস্পতিবার বেলা ১১টার সময় কুষ্টিয়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে তত্ত্ববধানে নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় তিন কোটি টাকা ব্যায়ে উপজেলার তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের চার তলা একাডেমি ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ভেড়ামারা পৌরসভার উদ্যোগে পৌর পরিষদ ও ওয়ার্ড কমিটি এবং কর্মকর্তা কর্মচারীর সাথে পৌর চত্বরে মতবিনিময় কালে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এ মন্তব্য করেন।
ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল'র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটি’র নেতা আবদুল্লাহ, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলী, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল'র সহধর্মিণী কবি আমেনা খানম, ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আসাদ,ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক আনছার আলী, অশিত কুমার সিংহ রায়, বশির উদ্দিন বাচ্চু অনুষ্ঠান পরিচালনা করেন, ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র নাইমুল হক। প্রমুখ।
জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু এমপি ভেড়ামারা পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সম্ভাব্য সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
0 Comments