Random Posts

হার্ডিঞ্জ ব্রীজ ও লালন শাহ সেতু’র মাঝে প্রতিরক্ষা বাঁধের পাথর ও মাটি কেটে রাস্তা তৈরী

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তীরে অবস্থিত হার্ডিঞ্জ ব্রীজ ও লালন শাহ সেতু’র মাঝে বধ্যভূমি সংলগ্ন প্রতিরক্ষা বাঁধের পাথর ও মাটি কেটে নতুন রাস্তা তৈরী করার অভিযোগ পাওয়া গেছে। কথিত বালু ব্যাবসায়ীরা তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য হার্ডিঞ্জ ব্রীজ ও লালন শাহ সেতু’র প্রতিরক্ষা বাঁধ কেটে এই রাস্তা নির্মাণ করছে। হার্ডিঞ্জ ব্রীজ ও লালন শাহ সেতু আজ হুমকি’র মুখে। বড় ধরনের দূর্ঘটনা হওয়ার সম্ভবনা রয়েছে। দেখার কেউ নেই।
 

Post a Comment

0 Comments