চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ শুক্রবার রাতে কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে প্লাটফর্মে সামাজিক সংগঠন পরিপাটি নগরী (পন)’র উদ্যোগে একবেলা আহার' প্রকল্পের আওতায় এলাকার শতাধিক অসহায়, দুঃস্থ, স্বল্প আয়ের সাধারণ মানুষ, কয়েকজন প্রতিবন্ধীসহ ছিন্নমূল পথশিশুদের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ সম্পন্ন হয়েছে। ভাত, মুরগির মাংস ও আলু মেন্যুর এসব খাবার বিতরণী অনুষ্ঠানে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) ইয়াছির আরাফাত উপস্থিত হয়ে নিজহাতে কয়েকজনের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করেন। খাবার বিতরণের পূর্বে অতিথি জনাব ইয়াছির আরাফাত খাবার গ্রহনকারীদের সরকারি নির্দেশনাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জীবন-জীবিকা পরিচালিত করার পরামর্শ দেওয়ার পাশাপাশি মানবিক এই খাদ্য বিতরণ কর্মসূচি পরিচালনার জন্য সামাজিক সংগঠন পরিপাটি নগরীর উদ্যোক্তাসহ ভলান্টিয়ারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চলমান কার্যক্রমের আরও উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
0 Comments