Random Posts

বজ্রপাতে কৃষকের মৃত্যু

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে মিলন মালিথা (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মাঠে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মিলন বাহিরমাদী টলটলিপাড়া গ্রামে গ্রামের আকাল মালিথার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, কৃষক মিলন মালিথা বাড়ির পার্শ্ববতী বাহিরমাদী ঝাউবুনা মাঠে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যায়। এসময় বৃষ্টির সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে কৃষক মিলন ঘটনাস্থলেই মারা যান। পরে মাঠের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নেয়।
 

Post a Comment

0 Comments