Random Posts

কুমারখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

মোশারফ হোসেন কুমারখালী ॥ কুমারখালী শিলাইদহ ইউনিয়নের ছোট মাছগ্ৰামে   প্রেমিক জাহিদুলের  বাড়িতে নাতুরিয়া গ্ৰামের  মীম  খাতুন নামে একটি মেয়ে বিয়ের দাবিতে অনশন অবস্থা রয়েছে।
৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ছোট মাছগ্ৰাম এলাকায় এমন ঘটনাটি ঘটে।
জানা যায়,   নবম শ্রেণীর ছাত্রী যদুবয়রা ইউনিয়নের নাতুরিয়া গ্ৰামের মোঃ মহিউদ্দিনের মেয়ে মীম খাতুন (১৪) । ছোট মাছ গ্ৰামের জাহার বিশ্বাসের ছেলে জাহিদুলের (২০) সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
মহিউদ্দিন জানান, ৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে মীম কে নিয়ে জাহিদুল বিয়ের উদ্দেশ্যে ঢাকা নিয়ে যায়। কিন্তু দুই দিন পর জাহিদুল বিয়ে করতে অস্বীকৃতি জানান।  মীম কে জাহিদুল  বাড়িতে নিয়ে আসে এই সময় মীম জাহিদুলের বাড়িতে অবস্থান নেয়। জাহিদুল বিবাহিত পেশায় একজন টলি ড্রাইভার।
 এই বিষয়ে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক জাহিদুলের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।
প্রেমিকা মীম বলেন, তিন মাস ধরে মোবাইলে আমাদের কথা  সুবাদে জাহিদুলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।    অথচ আমাকে বিয়ের আশ্বাস দিয়ে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না জাহিদুল।
 আমাকে বিয়ে করবে বলে বাড়ি থেকে  গত কয়েক  একদিন আগে নিয়ে আসে। এখন আমাকে জাহিদুল বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
জাহিদুলের পরিবারের দাবি, মেয়ে ও মেয়ের পরিবার পরিকল্পিতভাবে আমাদের ফাঁসানো চেষ্টা করছে।
এই বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, এই বিষয়ে মেয়েদের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

Post a Comment

0 Comments