চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারার বামনপাড়ায় প্রতিপক্ষের হামলায় ২ জন মহিলা আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতদের স্বর্ণের অলংকার লুট করে নিয়ে যায়। ভেড়ামারা থানায় ৫ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভেড়ামারা থানা ও চম্পা খাতুনের লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের বামনপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে গতকাল প্রতিপক্ষের হামলায় রফিকুল ইসলামের স্ত্রী চম্পা খাতুন (৩৭) ও আঃ লতিফের স্ত্রী ফেরদৌসী (৪৮) আহত হয়েছে। ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের বামনপাড়া এলাকার আঃ খালেকের ছেলে আশিক (২৫), মৃত লুৎফর রহমানের মাসুদ (৪৫), এনামুল হকের ছেলে ইস্তামুল (২৫). মাহফুজের ছেলে অপু (১৯) ও আজিজ (৫৫) দেশীয় অস্ত্র দিয়ে হামলায় চালায় একই এলাকায় রফিকুল ইসলামের স্ত্রী চম্পা খাতুন (৩৭) ও আঃ লতিফের স্ত্রী ফেরদৌসী (৪৮) কে আহত করে। আসামীরা জোরপূর্বক চম্পা খাতুন ও ফেরদৌসী নিকট থেকে স্বর্ণের ২টা দুল যার মূল্য ৮ হাজার টাকা, ১টি স্বর্ণের চেইন যার মূল্য ২৮ হাজার টাকা ও ১টি স্বর্ণের চেইন যার মূল্য ৩২ হাজার টাকা। আহতদের আন্তঃচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে আসামীরা পালিযে যায়। আহতদের কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
0 Comments