চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ আসন্ন শারদীয় দূর্গাপুজা আয়োজনের কর্তৃত্ব নিয়ে বিবাদমান দু'পক্ষের অনমনীয় মনোভাবের কারনে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার'র দপ্তরে আয়োজিত বৈঠকের গৃহিত সিদ্ধান্তে ভেড়ামারার সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীশ্রী জগৎ জননী মাতৃমন্দিরসহ ৬টি মন্দির পরিচালনা কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ছাড়াও ভেড়ামারা উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা থানার ওসি (তদন্ত) জহুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মূলতঃ ভেড়ামারার শ্রীশ্রী জগৎ জননী মাতৃমন্দির পরিচালনায় বর্তমানে দু'টি কার্যকরি কমিটি আসন্ন শারদীয় দূর্গোৎসব পালনের কর্তৃত্ব প্রতিষ্ঠায় তৎপর হয়ে উঠে। একপক্ষ তাদের চলমান কমিটির মেয়াদ ৫বছর থাকার দাবি করলেও আরেকপক্ষ সম্প্রতি কুষ্টিয়া জেলা পুজা উৎযাপন কমিটি থেকে পাল্টা আরেকটি নতুন কমিটির অনুমোদন নিয়ে এসেছেন। এনিয়ে দু'পক্ষের অনমনীয় মনোভাব এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়া রোধে শ্রীশ্রী জগৎজননী মাতৃমন্দির ছাড়াও রঘুনাথ মন্দির, মহাশ্মশান, মধ্য বাজার কালিমন্দির, লোকনাথ মন্দির ও লক্ষ্মীমন্দির পরিচালনা কমিটি বিলুপ্ত করেছেন।
আগামী শুক্রবার বিকেল ৩টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আয়োজিত পরবর্তী বৈঠকে বিলুপ্ত হওয়া ৬মন্দিরের কমিটি গঠন নিয়ে আলোচনা হবে। সবপক্ষের সাথে মতৈক্যে পৌঁছানো সম্ভব হলে সেদিনই সব কমিটি গঠিত হতে পারে।
0 Comments