Random Posts

কুমারখালীতে বাঘা যতীনের ১০৬ তম মৃত্যুবার্ষিকী পালিত

মোশারফ হোসেন কুমারখালী ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়াতে বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ১০৬ তম  মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তিনি বাঘা যতীন নামে সকলের কাছে সমধিক পরিচিত ছিলেন। ১০ সেপ্টেম্বর শুক্রবার বিকালে   কয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে বাঘা যতীনের ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করা হয়।
বাঘা যতীনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কয়া মহাবিদ্যালয় হল রুমে  উপজেলা ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ।
 শরিফ হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কুমারখালী সরকারি  কলেজ, মমতাজ বেগম, সভাপতি মহিলা পরিষদ কুমারখালী, মোঃ হারুন অর রশিদ অধ্যক্ষ কয়া মহাবিদ্যালয়, এ্যাড, নিজামুল হক চুন্নু, সভাপতি কয়া কলেজ, বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁদ আলী সহ সাংবাদিক রওশন জোয়ার্দার ও এম এ ওহাব।

Post a Comment

0 Comments