Random Posts

ভুয়া পুলিশ আটক

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় রাহাত সরকার (২৬) নামে একজন ভুয়া পুলিশকে আটক করেছে মডেল থানার পুলিশ। বুধবার (১৮ আগস্ট) রাতে শহরতলীর মোল্লাতেঘরিয়া এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত ভুয়া পুলিশ রাহাত সরকার টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার বেবামজী গ্রামের আব্দুল বারীর ছেলে রাহাত সরকার।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘরিয়া ঢাকা রোডে দূর দুরান্ত থেকে আসা ট্রাক চালকের কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে অবৈধভাবে চাঁদা তুলছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাৎক্ষনিক ভাবে রাহাত কে আটক করে রাখে। পরে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করেন। তার কাছ থেকে নিষক্রিয় একটি মটোরোলা ওয়াকিটকি সেট উদ্ধার হয়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম জানান নিষক্রিয় একটি মটোরোলা ওয়াকিটকি সেট রাহাতের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে মটোরোলা ওয়াকিটকিটি কুড়িয়ে পেয়েছেন বলে তিনি জানান। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Post a Comment

0 Comments