Random Posts

বিএনপির জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ঃ মাহবুব উল আলম হানিফ


চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া -আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল বিএনপির রাষ্ট্রীয় সন্ত্রাস। এ অপকর্মের জন্য বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।’
২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য জাতির কাছে বিএনপির ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
কুষ্টিয়ার হরিপুরে গড়াই নদীর ভাঙনকবলিত স্থান পরিদর্শনে গিয়ে শনিবার দুপুর দুইটার দিকে তিনি এ কথা বলেন।
নদীভাঙনের বিষয়ে তিনি বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে কাজ করছে। যেখানে ভাঙন শুরু হবে সেখানেই দ্রুত প্রতিরোধে কাজ করা হবে।’
করোনা প্রসঙ্গে হানিফ বলেন, ‘এরই মধ্যে কুষ্টিয়ার ১০ ভাগ মানুষ করোনাভাইরাসের টিকা পেয়েছে। টিকার কোনো সংকট হবে না। বিভিন্ন সোর্স থেকে থেকে টিকা আমদানি করা হচ্ছে। আগামী ডিসেম্বরের আগেই ৬ থেকে ১০ কোটি টিকা বাংলাদেশে আসবে।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম সম্পা মাহমুদ।

Post a Comment

0 Comments