Random Posts

ভেড়ামারা হাজী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে হাজী তৈজুদ্দিন আহমেদকে অব্যাহতি

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ অনিয়ম ও বিতর্কিত নানা কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ার ভেড়ামারা হাজী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে হাজী তৈজুদ্দিন আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ভেড়ামারা হাজী কল্যাণ পরিষদের গৃহীত সিদ্ধান্তে জানা গেছে, নানাবিধ অনিয়মে জড়িত হয়ে সাংগঠনিকভাবে  বিতর্কিত হয়ে পড়ার কারনে নিজ থেকে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় হাজী জৈমুদ্দিন আহমেদকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ভেড়ামারা হাজী কল্যাণ পরিষদের সভাপতি ও ধরমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আ.স.ম আব্দুল কুদ্দুস ও বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম'র যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে হাজী কল্যাণ পরিষদ সংশ্লিষ্ট কাউকে হাজী তৈজদ্দিন আহমেদ’র সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানাসহ হাজী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, হাজী কল্যাণ পরিষদকে ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসেবে পরিচালনাসহ অন্যান্য নানাবিধ অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে অনেক আগে থেকেই হাজী তৈজুদ্দিন আহমেদ বিতর্কিত হয়ে পড়েছিলেন। তাঁকে পদ থেকে অব্যাহতি প্রদান করে হাজী কল্যাণ পরিষদ হারানো সাংগঠনিক ইমেজ পুনরুদ্ধার করবে, প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Post a Comment

0 Comments