Random Posts

বউভাতে যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার খাজানগরে বোনের বউভাত অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শাকিল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার খবরে বিয়েবাড়ি শোকে স্তব্ধ হয়ে যায়।
নিহতের স্বজন বিপ্লব হোসেন জানান, শাকিল রোববার দুপুর ১২টার দিকে মোটরসাইকেলে করে বোনের শ্বশুরবাড়ি পোড়াদহে বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে দোস্তপাড়ায় একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এক দিন আগে শুক্রবার ছোট বোন শারমিন আক্তার শোভার বিয়ে হয় পোড়াদহ এলাকার আশরাফুল ইসলামের সঙ্গে। দুপুরে বউভাত অনুষ্ঠান শেষে বোন ও দুলাভাইকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল শাকিলের। উপজেলার দোস্তপাড়া এলাকায় রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী ২৫ বছর বয়সী শাকিলের বাড়ি সদর উপজেলার ভাদালিয়া বেলঘড়িয়া গ্রামে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের স্বজনরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

0 Comments