Random Posts

ভেড়ামারায় এসএসসি ব্যাচ’৮৮ কমিটি গঠন ॥ সভাপতি-আবু দাউদ ॥ সাধারন সম্পাদক-মাসুদ

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় এস এস সি ব্যাচ’৮৮ উদ্যোগে নিজস্ব কার্যলয়ে গতকাল আলোচনা সভা ও ১৩ সদস্য বিশিষ্ট এশটি নতুন পুনাঙ্গ কমিটি গঠন করেন। সম্প্রতি ভেড়ামারা এস এস সি ব্যাচ’৮৮ এর সভাপতি হাজী মাসুদ রানা মামুন এর অকাল মৃৃত্যুতে দোয়া ও শোক প্রস্তাব গ্রহন করেন।
নবগঠিত কমিটির সদস্যবৃন্দের পরিচয় নিম্নরূপ: সভাপতি আবু দাউদ, সহ সভাপতি আহসানুর রহমান (জাহাঙ্গীর), সেক্রেটারী মাসুদুজ্জামান (মাসুদ), সহকারী সেক্রেটারী এনামুল হক (মাষ্টার), অর্থ সম্পাদক ( অর্থমন্ত্রী) একরামুল হক, সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান (আছা), মহিলা সম্পাদক রোকশানা লিপি, দপ্তর সম্পাদক ইয়ামিন হোসেন, সদস্য,মনিরুল ইসলাম মনি (মোমিন ১২ মাইল),হাবিবুল হক (হাবিব)  সাইদুল ইসলাম (শিক্ষক), সেলিনা আক্তার বানু বিউটি, আব্দুস  সালাম।                 

Post a Comment

0 Comments