Random Posts

ভেড়ামারা শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দির কমিটি বিলুপ্ত ঘোষনা ও আহবায়ক কমিটি গঠন

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥  বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্দ্যোগে গতকাল কুষ্টিয়া শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে  ভেড়ামারা শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরের উব্ধুত পরিস্থিতির কারণে  কুষ্টিয়া জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভেড়ামারা শ্রী শ্রী জগৎ জননী মাতৃমন্দির কমিটির মেয়াদ উত্তীর্ন কমিটি বিলুপ্ত করে  আহবায়ক কমিটি গঠন করা হয়। কুষ্টিয়া জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী ও সাধারণ সম্পাদক জয়দেব  বিশ্বাস এর স্বাক্ষরিত  ভেড়ামারা শ্রী শ্রী জগৎ জননী মাতৃমন্দির কমিটির শ্রী অমর চাঁন কুন্ডুকে আহবায়ক, শ্রী কার্তিক চন্দ্র কুন্ডু কে সদস্য সচিব ও শ্রী গোপাল পন্ডিতকে কোষাধক্ষ্য করে  ১৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন, অসিত সিংহ রায়,মহাদেব কুন্ডু,অসিম রায়, উত্তম দেবনাথ, অরবিন্দু বিশ্বাস, সঞ্চয় বিশ্বাস, বিপুল দেবনাথ, পদ শর্মা, প্রদীপ কুমার সরকার, স্বপন ঘোষ, গৌতম কুমার, গৌরা চাঁন কর্মকার, বিশু কুমার বিশ্বাস,কোমল চন্দ সেন ও রাম প্রসাদ কুন্ডু।

Post a Comment

0 Comments