মোশারফ হোসেন কুমারখালী ॥ "বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি" এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুমারখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে শনিবার ২৮ আগস্ট স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক সঙ্গে মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুর হাসান বলেন, স্বাধীনতার দুই বছর পর কুমিল্লার এক জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মাছ হবে বাংলাদেশের ২য় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ।
মৎস্যখাত বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকার ভুক্ত খাত। বৈশ্বিক মহামারী জনিত প্রাকৃতিক পরিবেশ দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ খাত পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী বিগত ১০ বছরে হিসেবে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। দেশের সাফল্য বিশ্ব পরিমণ্ডলের স্বীকৃতি ইলিশ উৎপাদন কারী ১১ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থা বিশ্বের প্রথম।
বর্তমানে তৈরী পোশাক শিল্পের পরেই মৎস্য ও মৎস্য জাত দ্রব্য সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করার পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর ৬০ শতাংশ আমিষের জোগান দিচ্ছে। বর্তমানে বাংলাদেশ মাছে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।
মতবিনিময় সভায় কুমারখালী উপজেলার এশিয়ান টিভির কুমারখালী প্রতিনিধি কে এম আর শাহীন, মোঃ মাহবুব উল আহসান উল্লাহ বাংলা টিভি কুমারখালী - খোকসা প্রতিনিধি, হাবীব চোহান দৈনিক ভোরের কাগজ কুমারখালী প্রতিনিধি, আবু দাউদ রিপন, দৈনিক চিত্র কুমারখালী প্রতিনিধি, তানভীর লিটন বিজয় টিভি কুমারখালী- খোকসা প্রতিনিধি, মনোয়ার হোসেন চ্যানেল 'এস' কুমারখালী- খোকসা প্রতিনিধি, মিজানুর রহমান নয়ন দৈনিক আজকের পত্রিকা কুমারখালী প্রতিনিধি, মোশারফ হোসেন দৈনিক ভোরের ডাক কুমারখালী প্রতিনিধিসহ স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন।
0 Comments