Random Posts

যুবকের মরদেহ উদ্ধার

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া শহরতলীর লাহিনীপাড়া এলাকার খালেকের ইটভাটার পাশের রেলওয়ের জলাশয় থেকে সোমবার বিকেলে যুককের মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম বিপুল মন্ডল,পিতা- হবি মন্ডলকুঠিপাড়া, কুষ্টিয়া সদরভাড়ায় চালিত অটো চালাতো। গত ২৪/৮/২১ মিসিং হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে রেলওয়ের ইজারাকৃত জলাশয়ের কচুরিপানা পরিষ্কার করার সময় স্থানীয় জেলেরা বিপুলের মরদেহটি দেখতে পেয়ে ইজারাদার আলাউদ্দিনকে খবর দেয়। পরবর্তীতে ইজারাদার কুমারখালী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে বিপুলের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করে।
তার পরনে কালো রঙের ট্রাউজার ও টি শার্ট রয়েছে এবং জলাশয়ের পাড়ে একটি কালো রঙের স্যান্ডেল পড়ে ছিলো। ধারণা করা হচ্ছে হত্যা করে জলাশয়ের পাড়ে কলমিলতা ও কচুরিপানা দিয়ে মরদেহ ঢেকে রেখে গেছে হত্যাকারীরা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বিপুল মন্ডলের লাশ রেলওয়ের জলাশয় থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। 

Post a Comment

0 Comments