চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ বৃহস্পতিবার সন্ধায় কুষ্টিয়ার ভেড়ামারা ধরমপুর ইউনিউনের ৯ নং ওয়ার্ড জাসদ বিত্তিপাড়ায় হযরত ঘোড়েশাহ বাবার দরবার প্রাঙ্গনে সামাজিক দুরুত্ব বজায় রেখে ধরমপুর ইউনিয়ন নির্বাচন কে সামনে রেখে নেতা কর্মিদের সঙ্গে মত বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জাসদ এর সাধারন সম্পাদক এস এম আনছার আলী, জেলা জাসদ এর সাংগঠনিক সম্পাদক অশিত সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দীন বাচ্চু, ধরমপুর ইউনিউন জাসদ এর মনোনিত চেয়ারম্যান প্রার্থী জাসদ নেতা আয়ুব আলী, উপজেলা যুবজোটের সভাপতি ও চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন,উপজেলা যুবজোট এর অন্যতম উপজেলা যুবজোট এর অন্যতম নেতা ভেড়ামারা পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ারুল কবির টুটুল, পৌর জাসদ এর সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক মোস্তাক আহাম্মেদ উপজেলা ছাত্রলীগ ( জাসদ) নেতা সবুজ, মিনারুল, শোভন ধরমপুর ইউনিয়ন জাসদ নেতা মোফাজ্জেল সরকার, ৯ নং ওয়ার্ড এর বার বার নির্বাচিত মেম্বার জাসদনেতা সেলিম হোসেন, ৯ নং ওয়ার্ড জাসদ এর নেতা রেকেন সর্দার, আব্দুল হামিদ লাল্টু, শাহাবুল, সাধন, পলাশ, হাবিব, শুকুমার, মাহাবুল, ৯ নং ওয়ার্ড যুবজোট নেতা মুক্তার, রুবেল, জাসদ ছাত্রলীগের নেতা আরিফ অন্তর সহ সকল নেতা কর্মী।
0 Comments