Random Posts

হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বালিয়াশিশা গ্রামের আব্দুল খান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার মিরপুরের বালিয়াশিশা গ্রামের বাবু খানের ছেলে মুজিবুল খান এবং আরিফ খান, একই গ্রামের শফি খান, সাইফুল খান ও আসাদুল খান। আসামিরা সবাই রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন। আসামি আশরাফুল ও মোমিনের বিরুদ্ধে  অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা ২০১৪ সালের ১৯ জুন রাত ২টার দিকে মামলার বাদীর বাবা আব্দুল খানকে কুষ্টিয়া হত্যা করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৮/৪৪৮/৩০২/৩৪ ধারায় মিরপুর থানায় মামলা হয়। আসামি সাইফুল খান ও শফি খান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। উপপরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র মামলার তদন্ত শেষে সাত আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত এ রায় দেন।

Post a Comment

0 Comments