চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ শোকাবহ ১৫ ই আগষ্ট। জাতীয় শোক দিবস। মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এই দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। দিবসের প্রাক্কালে সকাল সাড়ে ৭টার দিকে দলীয় কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিহিত অবস্থায় ভেড়ামারা উপজেলা আ'লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব রফিকুল আলম চুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এই সময়ে আরো উপস্থিত ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা সহ বিভিন্ন ইউনিয়ন, পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
0 Comments