Random Posts

ভেড়ামারায় ৮টি মামলায় ১০ জনকে ৫ হাজার ৩শত টাকা অর্থদন্ড

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় ৮টি মামলায় ১০ জনকে ৫ হাজার ৩শত টাকা অর্থদন্ড প্রদান করেন। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিনার দীনেজ সরকারের নেতৃত্বে বুধবার দিনব্যাপী পৌর এলাকার রেল বাজার, ফারাকপুর. উত্তর রেলগেট, নতুনহাট, সমিতির  মোড়, গোলাপনগর, বাগগাড়ীর মোড়, ইসলামপুর, বাহাদুরপুর বাজার, কুচিয়ামোড়া বাজার, পরাণখালী বাজার, মানিক পাড়া, জগশ্বর জয়বাংলা মোড়, ধরমপুর বাজার ও সাতবাড়ীয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।  মোবাইল কোর্ট এর মাধ্যমে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ মতে ৮ মামলায় ১০ জনকে ৫ হাজার ৩শত টাকা অর্থদন্ড প্রদান করেন।

Post a Comment

0 Comments