Random Posts

ভেড়ামারা হাসপাতালে হাসানুল হক ইনু ও আব্দুল হাফিজ তপন ১৫সেট অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীদের জন্য কুষ্টিয়া-২  ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু ১০ সেট ও চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন ৫সেট অক্সিজেন সিলিন্ডারসহ ইন্সট্রুমেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।
মঙ্গলবার দুপুর ১২ টার সময় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন’র কাছে অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন করোনা রোগীদের জন্য জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি মহোদয় প্রেরিত ১০সেট এবং জাসদ নেতা ও চাঁদগ্রাম ইউপির চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন ৫সেট অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য ইন্সট্রুমেন্ট হস্তান্তর করা হয়েছে। এসময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিৎ কুমার সিংহ রায়, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments