চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ করোনা মোকাবেলায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মঙ্গলবার বিকেলে ভেড়ামারা পৌরসভা কার্যালয়ে পৌর এলাকায় করোনা প্রতিরোধ কমিটির কার্যক্রম অধিক কার্যকর করার জন্য জরুরী সভা অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ২ আলহাজ্ব খসরুজ্জামান ফারুক, পৌর প্যানেল মেয়র নাইমুল হক,পৌর প্যানেল ২ আসাদুজ্জামান টমা,পৌর ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সোলায়মান মাষ্টার, পৌর কাউন্সিলর বৃন্দ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 Comments